আন্তর্জাতিক

Israel | গাজার গির্জায় বোমাবর্ষণ, মৃত ৩, আহত ১০, "ভুল করে গোলাগুলি চলেছে" - সাফাই ইজরায়েলের

Israel | গাজার গির্জায় বোমাবর্ষণ, মৃত ৩, আহত ১০, "ভুল করে গোলাগুলি চলেছে" - সাফাই ইজরায়েলের
Key Highlights

হামাস নিধনযজ্ঞে ইজরায়েলের সেনার গোলাবর্ষণের জেরে গাজার একমাত্র গির্জা যাজক গ্যাব্রিয়েল রোমালেনিও-সহ তিন জনের মৃত্যু হয়েছে।

হামাস নিধনযজ্ঞ অব্যাহত। এবার ইজরায়েলি সেনার নজরে গাজার একমাত্র গির্জা। গাজার হলিফ্যামিলি গির্জায় ইহুদি সেনার গোলাবর্ষণের জেরে গির্জার যাজক গ্যাব্রিয়েল রোমালেনিও সহ ৩ জনের মৃত্যু হয়েছে। আহত কমপক্ষে ১০। এই হামলার খবর প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় বইছে সব মহলে। চাপের মুখে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, "গাজার হলিফ্যামিলি গির্জায় ভুল করে গোলাগুলি চলেছে। এই হামলায় ইজরায়েল গভীরভাবে শোকপ্রকাশ করছে। যে কোনও নিরীহ ব্যক্তির প্রাণহানি দুঃখজনক। আমরা এই ঘটনার জন্য দুঃখপ্রকাশ করছি।”