ভারতীয় রেল

WBTC | বন্ধ শিয়ালদহ স্টেশনের ৫টি প্ল্যাটফর্ম! যাত্রীদের ভোগান্তি কমাতে চালু বিশেষ বাস পরিষেবা!

WBTC | বন্ধ শিয়ালদহ স্টেশনের ৫টি  প্ল্যাটফর্ম! যাত্রীদের ভোগান্তি কমাতে চালু বিশেষ বাস পরিষেবা!
Key Highlights

শিয়ালদা মেন লাইন ও বনগাঁ শাখায় সমস্ত ট্রেন ১২ বগি করার জন্য বন্ধ শিয়ালদা স্টেশনের ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম।

শিয়ালদা মেন লাইন ও বনগাঁ শাখায় সমস্ত ট্রেন ১২ বগি করার জন্য বন্ধ শিয়ালদা স্টেশনের ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম। এই পরিস্থিতিতে ভোগান্তির শিকার যাত্রীদের জন্য বিশেষ বাস পরিষেবা দিচ্ছে রাজ্য। এক্ষেত্রে ২টি রুটে চলছে মোট ৩০টি বাস। ব্যারাকপুর স্টেশন থেকে বরানগর মেট্রো স্টেশন পর্যন্ত যাতায়াত করছে মোট ১৬টি বাস। অন্যদিকে দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে বেলগাছিয়া মেট্রো স্টেশন পর্যন্ত চলছে  ১৪টি বাস।