Bangladesh Quota Movement | বাংলাদেশে কোটা আন্দোলন-কার্ফুর জেরে প্রায় ২ হাজার কোটি টাকার ক্ষতি দেশের অর্থনীতি এবং ব্যবসা-বাণিজ্যে
কার্ফু ও আন্দোলনের প্রকোপ পড়েছে বাংলাদেশের অর্থনীতি এবং ব্যবসা-বাণিজ্যের ওপরে।
সুপ্রিম কোর্ট কোটা নিয়ে রায় দিলেও এখনও কার্ফু জারি বাংলাদেশে। এদিকে কার্ফু ও আন্দোলনের প্রকোপ পড়েছে বাংলাদেশের অর্থনীতি এবং ব্যবসা-বাণিজ্যের ওপরে। জানা গিয়েছে, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি জানান, যেকোনও কারণে দেশের সব দোকানপাট বন্ধ থাকলে একদিনে ক্ষতি হয় অন্তত ২ হাজার কোটি টাকা। বাংলাদেশ দোকান মালিক সমিতির দাবি, হিংসা এবং কার্ফুর জেরে দোকান বন্ধ থাকার কারণে তাদের দিনে অন্তত ২ হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে। এই অবস্থা চললে তাদেরকে আরও বড় সমস্যায় পড়তে হবে।