খেলাধুলা

IND vs ENG | চোটের জের, ম্যাঞ্চেস্টারে অনিশ্চিত আকাশদীপ-অর্শদীপ! ব্যাক আপ হিসেবে কপাল খুললো কার?

IND vs ENG | চোটের জের, ম্যাঞ্চেস্টারে অনিশ্চিত আকাশদীপ-অর্শদীপ! ব্যাক আপ  হিসেবে কপাল খুললো কার?
Key Highlights

প্র্যাক্টিস সেশনেই চোট পেয়েছিলেন অর্শদীপ সিং। বাঁ হাতি পেসারের পাশাপাশি চোট রয়েছে আকাশ দীপেরও।

লর্ডসের পর ২৩শে জুলাই ম্যাঞ্চেস্টারে ভারত বনাম ইংল্যান্ড ৪র্থ টেস্ট। ইতিমধ্যেই লন্ডনের কাছেই বেকেনহ্যামে অনুশীলন সেরেছে ভারতীয় দল। আর তাতেই বিপত্তি। অনুশীলনে বাঁ হাতে চোট পেযেছেন বাঁ হাতি পেসার অর্শদীপ সিং। বোলিং হ্যান্ডে চোট পাওয়ায় চতুর্থ টেস্টে অনিশ্চিত তিনি। এদিকে এজবাস্টনে ম্যাচের ৪র্থ দিনে চোট পেয়েছেন ১০ উইকেট নেওয়া আকাশ দীপ। চোটের জেরে প্র্যাক্টিস সেশনেও দেখা যায়নি তাঁকে। দুই দীপের অভাব পূরণ করতে দলে রাখা হচ্ছে অংশুল কম্বোজকে। ইংল্যান্ড সফরে ভারত A দলের স্কোয়াডে ছিলেন হরিয়ানার এই পেসার।