Rohit Sharma | ইংল্যান্ড সিরিজে অধিনায়কত্ব করবেন না রোহিত শর্মা! পরবর্তী অধিনায়ক বাছতে বৈঠক BCCIএর

অস্ট্রেলিয়া সফরে গিয়ে হতশ্রী পারফরম্যান্সের কারণেই বিলেতে আর খেলতে চাইছেন না ভারত অধিনায়ক। ইংল্যান্ড সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন রোহিত শর্মা!
সম্প্রতি লাল বলের ক্রিকেটে রোহিতের ফর্ম মোটেও ভালো নয়। অস্ট্রেলিয়া সফরে তাঁর পারফরমেন্স অত্যন্ত খারাপ থাকায় ইংল্যান্ড সিরিজ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রোহিত শর্মা। রোহিত অধিনায়কত্ব না করলে ভারতীয় দলকে নেতৃত্ব দেবে কে? সূত্রের খবর, সাদা জার্সির অধিনায়ক বাছতে বৈঠকে বসতে চলেছে বিসিসিআই। আগামী শনিবার অর্থাৎ ২৯ মার্চ গুয়াহাটিতে বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া, নির্বাচক প্রধান অজিত আগরকর এবং ভারতীয় দলের হেডকোচ গৌতম গম্ভীর হাজির থাকবেন ওই বৈঠকে।