Kolkata Metro | আর রাত ১১টায় পাওয়া যাবে না মেট্রো পরিষেবা! বদলে গেল রাত্রীকালীন মেট্রো পাওয়ার সময়সূচি!
Wednesday, June 19 2024, 11:56 am
Key Highlightsবদলে গেল কলকাতা মেট্রোর টাইম টেবিল (Kolkata Metro Time Table)। রাত্রীকালীন মেট্রো পাওয়ার সময় বদলে ১০টা ৪০ মিনিট করা হয়েছে।
বদলে গেল কলকাতা মেট্রোর টাইম টেবিল (Kolkata Metro Time Table)। রাত্রীকালীন মেট্রো পাওয়ার সময় বদলে ১০টা ৪০ মিনিট করা হয়েছে বলে কলকাতা মেট্রোর খবর (Kolkata Metro News)। সোমবার থেকে নতুন সময়সূচি মেনে ছুটবে রাতের মেট্রো। যাত্রীদের সুবিধার সোম থেকে শুক্র রাত ১১ টায় কবি সুভাষ এবং দমদম স্টেশন থেকে ছাড়ছিল শেষ মেট্রোটি। তবে মেট্রো বেশিরভাগ দিনই ফাঁকা থাকে। ফলে ‘মাত্রাতিরিক্ত খরচ’ এবং তুলনায় ‘খুবই কম আয়’-এর কথা জানিয়ে বদল করা হচ্ছে কলকাতা মেট্রোর টাইম টেবিল (Kolkata Metro Time Table)।

