Artificial Intelligence | কৃত্রিম মেধা খাবে বিশ্বের ১৫ শতাংশ চাকরি! ঝুঁকির মুখে ভারত-সহ দক্ষিণ এশিয়ার ৬ দেশের চাকুরীজীবীরা

বিশ্ব ব্যাঙ্কের রিপোর্টে আশঙ্কা করা হয়েছে, বিশ্বের উন্নয়নশীল অর্থনীতির ১৫ শতাংশ চাকরি নিশ্চিহ্ন হতে পারে এআই আগ্রাসনে।
চলতি শতকে বিশ্বজুড়ে চাকরির বাজারে প্রভাব ফেলবে কৃত্তিম বুদ্ধিমত্তা। সম্প্রতি ‘সাউথ এশিয়া ডেভেলপমেন্ট আপডেট, জবস, এআই অ্যান্ড ট্রেড’ নামের একটি রিপোর্ট প্রকাশ করেছে বিশ্বব্যাঙ্ক। রিপোর্টে বলা হয়েছে, এশিয়ার ছয়টি দেশ যথাক্রমে ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, মালদ্বীপ এবং শ্রীলঙ্কার ৭ শতাংশ চাকরি খেয়ে নেবে এআই! বিশ্বের উন্নয়নশীল অর্থনীতির ১৫ শতাংশ চাকরি নিশ্চিহ্ন হতে পারে AI আগ্রাসনে। হিসাবের (অ্যাকাউন্টস) কাজকর্ম বা গ্রাহক সহায়তা (কাস্টোমার সার্ভিস) পরিষেবার কর্মীদের কাজ হারানোর সম্ভাবনা রয়েছে।