Prince Sheikh Hamdan | দুবাইয়ের রাজপরিবারে এলো 'হিন্দ'! কন্যা সন্তানের বাবা হলেন যুবরাজ শেখ হামদান!

Thursday, March 27 2025, 10:55 am
highlightKey Highlights

দুবাইয়ের রাজপরিবারে নতুন সদস্যের আগমন। চতুর্থ সন্তানের বাবা হলেন দুবাইয়ের যুবরাজ শেখ হামদান বিন মহম্মদ।


দুবাইয়ের রাজপরিবারে নতুন সদস্যের আগমন। চতুর্থ সন্তানের বাবা হলেন দুবাইয়ের যুবরাজ শেখ হামদান বিন মহম্মদ। উল্লেখযোগ্য বিষয় হলো, শেখ হামদান সদ্যোজাত কন্যা সন্তানের নাম রেখেছেন 'হিন্দ'! পুরো নাম, হিন্দ বিন্ত হামদান বিন মহম্মজ আল মখতুম। এই ‘হিন্দ’ থেকেই ‘হিন্দুস্তান’ এর সৃষ্টি। আরব দুনিয়াতেও ‘হিন্দ’ শব্দটি বেশ অর্থবহ। সেখানে ‘হিন্দ’ শব্দটির আক্ষরিক অর্থ সাহসিকতা, নেতৃত্বগুণ এবং মর্যাদা। এছাড়াও দুবাইয়েরযু বরাজের মায়ের নামেও এই শব্দটি রয়েছে। তাঁর নাম, শেখা হিন্দ বিন্ত মখতুম।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File