রাজ্য

Dhulagarh Drug Rescue । ধুলাগড়ে উদ্ধার ১৫ লক্ষ টাকার মাদক, টোল প্লাজায় আটক হলো গাড়ি, গ্রেপ্তার ১

Dhulagarh Drug Rescue । ধুলাগড়ে উদ্ধার ১৫ লক্ষ টাকার মাদক, টোল প্লাজায় আটক হলো গাড়ি, গ্রেপ্তার ১
Key Highlights

ধুলাগড় টোল প্লাজা থেকে লক্ষাধিক টাকার গাঁজক আটক করল সিআইডির নারকোটিক শাখা। এ ঘটনায় এক জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় হাওড়া পুলিশ কমিশনারেটের সাঁকরাইল থানার অন্তর্গত ধুলাগড় টোল প্লাজায় অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার করলো সিআইডি নারকোটিক শাখার আধিকারিকেরা। মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে টোল প্লাজায় দু'টি গাড়িকে আটক করে পুলিশ। গাড়ি দুটো থেকে ৯৭ কেজি ৬৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারদর ১৫ লক্ষ টাকা। তল্লাশি চলাকালীন ঘটনাস্থল থেকেই চম্পট দেয় একজন। আরেকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।