Panagarh Case | পানাগড় কাণ্ডে পুলিশের জালে অভিযুক্ত গাড়িচালক বাবলু যাদব

পানাগড় কাণ্ডে অবশেষে পুলিশের জালে অভিযুক্তদের গাড়ির মালিক তথা চালক বাবলু যাদব। মঙ্গলবার গভীর রাতে বর্ধমানের একটি হোটেল থেকে তাঁকে আটক করে কাঁকসা থানার পুলিশ।
পানাগড় কাণ্ডে অবশেষে প্রধান অভিযুক্তের নাগাল পেলো পুলিশ। মঙ্গলবার মাঝরাতে বর্ধমানের একটি হোটেল থেকে অভিযুক্ত বাবলু যাদবকে আটক করেছে কাঁকসা থানার পুলিশ। ঘটনার দিন অভিযুক্ত সাদা ‘ক্রেটা’ গাড়িটি চালাচ্ছিলেন বাবলুই। ওই গাড়িতে থাকা যুবকরাই উত্যক্ত করছিল মৃত সুতন্দ্রা চট্টোপাধ্যায়কে। ইভটিজারদের হাত থেকে বাঁচতে গিয়েই মৃত্যু হয় তরুনীর। সূত্রের খবর, ধৃত বাবলু যাদব গাড়ির পুরনো যন্ত্রাংশের ব্যবসায়ী। স্থানীয় কাওয়ারি বাজারে এলাকায় দোকান রয়েছে তাঁর। এলাকায় প্রভাবশালী হিসেবে পরিচিত ছিলেন এই যুবক।