DRDO । মৎস্যজীবীদের আন্দোলনের জেরে জুনপুটে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রের কাজ বন্ধ করল DRDO
পূর্ব মেদিনীপুরের কাঁথির জুনপুটে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র তৈরির কাজ বন্ধ করে দিলো ডিআরডিও।
পূর্ব মেদিনীপুরের কাঁথির জুনপুটে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র তৈরির কাজ বন্ধ করে দিলো ডিআরডিও। জানা গিয়েছে, তিনদিন মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া বন্ধ রেখেও ফ্লাইট ট্রায়াল না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে মৎস্যজীবী সংগঠনগুলি। বিমান মহড়ার জন্যে ১৯ জুলাই পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছিল। এরপর ২৪ থেকে ২৬ জুলাই পর্যন্ত ফের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছিল। তবে মৎস্যজীবীদের কাজে বিরতি লাগলেও ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের কাজ সম্পন্ন হয় না। যার ফলে বিক্ষোভ শুরু হয়।
- Related topics -
- রাজ্য
- ডিআরডিও
- পূর্ব মেদিনীপুর
- বিক্ষোভ