DRDO | জলের গভীরে নিঃশব্দে শত্রুনিধন! AUV এর সফল পরীক্ষা করল DRDO

Tuesday, April 1 2025, 5:30 am
highlightKey Highlights

এই নতুন আন্ডারওয়াটার ভেহিকেলের ফলে সমুদ্রে শত্রুর কার্যকলাপ পর্যবেক্ষণ করা, উদ্ধার অভিযান চালানোর ক্ষেত্রে সুবিধা হবে।


আরও শক্তিশালী হলো ভারতীয় সেনাবাহিনী। জলের নীচে AUV এর সফল পরীক্ষা করল DRDO। এই নতুন আন্ডারওয়াটার ভেহিকেলের ফলে সমুদ্রে শত্রুর কার্যকলাপ পর্যবেক্ষণ করা, উদ্ধার অভিযান চালানোর ক্ষেত্রে সুবিধা হবে। এটি জলের নীচে কোনও ড্রাইভার ছাড়াই চলতে পারে। নিজের গভীরতা এবং দিক নিজেই নির্ধারণ করতে পারে। এটি মূলত সামুদ্রিক নজরদারির জন্য ব্যবহৃত হয়। এটি এতই শান্তভাবে চলে যে কেউ এটি শনাক্তও করতে পারে না। জলের নীচে থাকাকালীন নৌঘাঁটির সঙ্গে যোগাযোগ বজায়ও রাখতে পারে এটি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File