দিল্লির ২ টি হাসপাতালে বসল অক্সিজেন প্ল্যান্ট, প্রতি মিনিটে ১ হাজার লিটার অক্সিজেন তৈরি হবে
Thursday, May 6 2021, 11:55 am
Key Highlightsদিল্লির এমস এবং সফদরগঞ্জ হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট বসিয়েছে ডিআরডিও। প্রতি মিনিটে যা প্রায় ১ হাজার লিটার অক্সিজেন তৈরি করে। যার সাহায্যে রোজ প্রায় ১৯৫ জন রোগীকে পরিষেবা দেওয়া সম্ভব হবে। এমনকি এই প্ল্যান্টগুলি যে পরিমাণ অক্সিজেন তৈরি করবে, তা দিয়ে ১৯৫টি অক্সিজেন সিলিন্ডার দিনে ১৫০ বার ভর্তি করা যাবে।এই উদ্যোগ নিয়ে ডিআরডিও-র বিজ্ঞানী দেবেন্দ্র শর্মা বলেছেন, ‘‘হাসপাতালগুলিকে যাতে অক্সিজেন সরবরাহকারীদের উপর ভরসা করতে না হয়, তার জন্যই এই উদ্যোগ। এই প্ল্যান্টগুলি বাতাস নিয়ে তার থেকে সর্বক্ষণ অক্সিজেন তৈরি করে যাবে। হাসপাতালগুলিও অক্সিজেনের ব্যাপারে স্বনির্ভর হবে।’’
- Related topics -
- দেশ
- দিল্লী
- অক্সিজেন ট্যাঙ্কার
- অক্সিজেন
- করোনা পরিস্থিতি
- কোভিড ১৯

