ARG vs COL | নিশ্চিত হার থেকে নাটকীয় ড্র! বিশ্বকাপ ২০২৬-এর বাছাই পর্বে রুদ্ধশ্বাস আর্জেন্টিনা-কলম্বিয়া

Wednesday, June 11 2025, 5:15 am
ARG vs COL | নিশ্চিত হার থেকে নাটকীয় ড্র! বিশ্বকাপ ২০২৬-এর বাছাই পর্বে রুদ্ধশ্বাস আর্জেন্টিনা-কলম্বিয়া
highlightKey Highlights

১:১ পয়েন্টে ড্র করে ১৬ ম্যাচে ৩৫ পয়েন্টে পৌঁছল আর্জেন্টিনা, কলম্বিয়া পেলো ২২ পয়েন্ট।


বিশ্বকাপ ২০২৬এর বাছাই পর্বে মুখোমুখি হয়েছিল কলম্বিয়ার এবং আর্জেন্টিনা। বুয়েনস আইরেসের বিখ্যাত এস্টাডিও মাস মনুমেন্টাল স্টেডিয়ামে প্রথমটাতে আক্রমণাত্মক মনোভাব নিয়েই খেলা শুরু করেছিল মেসির আর্জেন্টিনা। তবে খেলার ২৪ মিনিটে হাতের তাস উল্টে লিভারপুল তারকা লুইস দিয়াস বাম দিক থেকে ডি বক্সে ঢুকে বিশ্বমানের গোল করে প্রশংসা কুড়োল। ম্যাচের ৮১ মিনিটে নিশ্চিত হার থেকে আর্জেন্টিনাকে বাঁচালো থিয়াগো আলমাদা। ১:১ পয়েন্টে ড্র করে ১৬ ম্যাচে ৩৫ পয়েন্টে পৌঁছল আর্জেন্টিনা, কলম্বিয়া পেলো ২২ পয়েন্ট।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File