PKBS vs KKR | নাটকীয় ম্যাচে নাটকীয় হার নাইটদের! মঙ্গলের মুল্লানে ম্যাচ জিতলো পাঞ্জাব

যুজবেন্দ্র চাহালের ঘূর্ণিতে ঘুরল ম্যাচ। ১৬ রানে জয় পাঞ্জাবের কিংসের। জেতা ম্যাচ হাতছাড়া নাইটদের।
আজ ভরসন্ধ্যায় মুল্লানপুরে লজ্জার হার নাইটদের। পুরোনো দলের বিরুদ্ধে বদলা নিলেন শ্রেয়স আইয়ার। এদিনকার ম্যাচে টস জিতে ব্যাট করতে নামে পঞ্জাব। কোনরকমে ১৫.৩ ওভারে ১১১ রানে গুটিয়ে যায় শ্রেয়স আইয়ারদের পাঞ্জাব। আইপিএলে কেকেআরের বিরুদ্ধে এটিই পঞ্জাবের সব থেকে কম রানের দলগত ইনিংস। পাল্টা ব্যাট করতে নেমে প্রথমেই হোঁচট খায় কলকাতা। প্রথম কয়েক ওভারেই বোল্ড হন সুনীল নারিন এবং কুইন্টন ডি'কক। ৭.৪ ওভারে যুজবেন্দ্র চাহালের বলে অজিঙ্কা রাহানে সাজঘরে ফেরার পরেই ম্যাচের রাশ চলে যায় পাঞ্জাবের হাতে।
- Related topics -
- খেলাধুলা
- আইপিএল ২০২৫
- ipl
- আইপিএল
- পঞ্জাব কিংস
- কেকেআর
- ক্রিকেট
- ক্রিকেটার