আন্তর্জাতিকনীল ড্রাগনের হদিশ পাওয়া গেল দক্ষিণ আফ্রিকার সমুদ্র সৈকতে, হতবাক স্থানীয়রা।
রূপকথা বা সায়েন্স ফিকশনে নীল ড্রাগনের কথা শোনা গেলেও কেউ কোনওদিন চাক্ষুষ দেখেনি তাকে। কিন্তু, ২০২০ সালে ঘটে যাওয়া অনেক অদ্ভুত ঘটনার মাঝে এবার দেখা গেল বহু আলোচিত সেই নীল ড্রাগনকে। প্রতিদিনের মতো একাই দক্ষিণ আফ্রিকার কেপটাউনের কাছে অবস্থিত ফিশ হোক বিচে ঘুরতে বেড়িয়ে ছিলেন স্থানীয় বাসিন্দা মারিয়া ওয়েজেন। সৈকতে হাঁটতে হাঁটতে আচমকা বালির উপর নীল রঙের কিছু অদ্ভুতদর্শন ছোট প্রাণীকে দেখে দাঁড়িয়ে পড়েন তিনি। অচেনা এই প্রাণীকে দেখে কিছুটা ঘাবড়ে যান তবে একাধিক ছবি তুলে সেগুলি সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করেন তিনি। আর তখনই জানতে পারে ওই গ্ল্যাকাস আটলান্টিকাস বৈজ্ঞানিক নামের ওই অদ্ভুতদর্শন প্রাণীটিকে নীল ড্রাগন বলেই ডাকেন সমু্দ্র বিজ্ঞানীরা।