Sandip Ghosh | সকালেই আরজিকরের অধ্যক্ষ পদ থেকে ইস্তফা, বিকেলেই অন্য মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদে স্থানান্তর সন্দীপ ঘোষ
Monday, August 12 2024, 2:17 pm
Key Highlightsসকালে আরজিকর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দিয়ে বিকেলেই অধ্যক্ষ পদে ফের নিয়োগ হলেন ডাঃ সন্দীপ ঘোষ।
সকালে আরজিকর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দিয়ে বিকেলেই অধ্যক্ষ পদে ফের নিয়োগ হলেন ডাঃ সন্দীপ ঘোষ। স্বাস্থ্যভবন সূত্রের খবর,তাঁকে ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদে স্থানান্তর করা হয়েছে। এদিন সকালে আরজিকরের অধ্যক্ষের পাশাপাশি অধ্যাপক হিসেবেও পদ ছাড়তে চেয়েছিলেন তিনি। তবে ইস্তফা গৃহীত হয়নি। স্বাস্থ্যভবনের তরফে তাঁকে ন্যাশনাল মেডিক্যালের প্রিন্সিপাল পদে বহাল করার কথা জানানো হয়। সেই জায়গায় আর জি কর মেডিক্যাল কলেজের নতুন অধ্যক্ষ হচ্ছেন স্বাস্থ্যভবনের ওএসডি সুহৃতা পাল।
- Related topics -
- শহর কলকাতা
- ক্রাইম
- ধর্ষণ
- খুন

