Katihar Express Serial Killer | ট্রেনে উঠে ধর্ষণ ও খুন! কাটিহার এক্সপ্রেসের বিশেষভাবে সক্ষম তবলা বাদকের খুনে যোগ 'সিরিয়াল কিলারে'র
Tuesday, November 26 2024, 2:23 pm

ডাউন কাটিহার এক্সপ্রেসে বিশেষভাবে সক্ষম তবলা বাদককে খুন করে ৩০ বছর বয়সি 'সিরিয়াল কিলার' রাহুল!
ডাউন কাটিহার এক্সপ্রেসে বিশেষভাবে সক্ষম তবলা বাদককে খুন করে ৩০ বছর বয়সি 'সিরিয়াল কিলার' রাহুল! পুলিশ সূত্রে খবর, নভেম্বর মাসেই অন্তত তিন জনকে খুন করেছে সে৷ গত ১৪ নভেম্বর গুজরাতে ১৯ বছর বয়সি এক কলেজ ছাত্রীকে রেল লাইনের ধারে ধর্ষণ করে খুন করে রাহুল। এছাড়াও পুণে থেকে কন্যাকুমারীগামী ট্রেনে এক মহিলাকে ধর্ষণ করে খুন, সেকেন্দরাবাদে মিনুগুরু এক্সপ্রেস ট্রেনে এক মহিলা ও বেঙ্গালুরু থেকে মুর্দ্রেশ্বরগামী ট্রেনের প্রতিবন্ধী কামরাতে এক ব্যক্তিকে খুন করে সে৷