লাইফস্টাইল

অদ্ভূত ভিজিটিং কার্ড! মাটিতে পুঁতলে তা থেকে জন্ম নেবে একটি চারাগাছ। পরিবেশ রক্ষার এক অভিনব পন্থা।

অদ্ভূত ভিজিটিং কার্ড! মাটিতে পুঁতলে তা থেকে জন্ম নেবে একটি চারাগাছ। পরিবেশ রক্ষার এক অভিনব পন্থা।
Key Highlights

দেখে মনে হবে সাদামাটা ভিজিটিং কার্ড বা বিজনেস কার্ড। কিন্তু তার মধ্যেই আছে আশ্চর্য ম্যাজিক। এই কার্ডটি মাটিতে পুঁতলে তা থেকেই জন্ম নেবে আস্ত একটি গাছ! আইএফএস আধিকারিক পরভিন কাসওয়ান এমনই ভিজিটিং কার্ড ব্যবহার করেন। সম্প্রতি তাঁর এই ভিজিটিং কার্ডের কথাটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। কার্ডটি যে কাগজ দিয়ে তৈরি তার মধ্যেই রয়েছে গাছের বীজ। ফলে ব্যবহারের পর তা মাটিতে পুঁতলে তা থেকে জন্ম নেবে একটি চারা। পরিবেশ রক্ষার এমন অভিনব পন্থায় প্রশংসিত হয়েছেন অফিসার।