Kho Kho World Cup Winner | একঘণ্টায় ডবল বিশ্বকাপ! মহিলাদের পর এবার পুরুষ বিভাগেও খো খো বিশ্বচ্যাম্পিয়ন ভারত
Sunday, January 19 2025, 4:18 pm

মহিলাদের পরে ভারতীয় পুরুষ দলও জিতল খো খো বিশ্বকাপ। পুরুষ বিভাগেও খো খো বিশ্বচ্যাম্পিয়ন ভারত।
খো খোর কোর্টে উড়ছে ভারতের বিজয়পতাকা। মাত্র ১ ঘন্টা আগেই খো খো তে প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ভারতের মেয়েরা। এবার বিশ্বকাপের ফাইনালে দুর্দান্ত খেলে পুরুষ বিভাগেও জয় ছিনিয়ে নিলো ভারত। রবিবার হওয়া এই ম্যাচে ভারতের বিপক্ষে ছিল নেপালের ছেলেরা। এদিন নয়াদিল্লি ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে ফাইনালে নেপালকে ৫৪:৩৬ ব্যবধানে হারিয়ে দিয়েছে ভারতীয় পুরুষ দল। মাত্র ১৮ পয়েন্টের ব্যবধানে জিতলো তাঁরা। প্রথমবার খো খো বিশ্বকাপের দুটি কাপই নিজেদের ঘরে রেখে দিল ভারত।