Arunachal Pradesh | অরুণাচল প্রদেশে জোড়া আত্মহত্যা, সুইসাইড করলেন যৌন নির্যাতনকারী এবং নির্যাতিত দুজনেই!

Friday, October 24 2025, 4:49 pm
highlightKey Highlights

যৌন নির্যাতনের অভিযোগে পরপর দু’টি আত্মহত্যা। শোরগোল পড়ে গিয়েছে অরুণাচল প্রদেশে।


অরুণাচলে ভয়াবহ আত্মহত্যা। ঘটনার সূত্রপাত বুধবার রাতে নাহারলাগুনের কাছে লেখি গ্রাম থেকে গমছু ইয়েকারের (১৯) দেহ উদ্ধার থেকে। তাঁর দেহের পাশে উদ্ধার সুইসাইড নোটে আইএএস কর্তা তালো পোটামের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করেন ইয়েকার। উল্লেখ্য, গত জুন মাসে আর্থিক প্রতারণার অভিযোগে ইয়েকারকে গ্রেপ্তার করেছিল পুলিশ। জামিন পেয়েই আত্মহত্যা করলো সে। এদিকে সুইসাইড নোট প্রকাশ্যে আসতেই নিজের বাড়িতেই মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেন অভিযুক্ত ইঞ্জিনিয়ার লিকওয়াং লোকাং। তিরাপ জেলা থেকে তাঁর দেহ উদ্ধার হয়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File