Mohan Bhagwat | 'রাম মন্দির বাবরি মসজিদের মতো ইস্যু আর চাই না'..শান্তির বার্তা দিলেন RSS প্রধান মোহন ভাগবত
Friday, December 20 2024, 9:09 am
Key Highlights
'রাম মন্দির বাবরি মসজিদের মতো ইস্যু আর চাই না', এমনটাই বলছেন সরসংঘপ্রধান মোহন ভাগবত।
'রাম মন্দির বাবরি মসজিদের মতো ইস্যু আর চাই না', এমনটাই বলছেন সরসংঘপ্রধান মোহন ভাগবত। পুণেতে ‘বিশ্বগুরু ভারত’ শীর্ষক এক অনুষ্ঠানে গিয়ে উঠতি হিন্দু নেতাদের ঘৃণা ছড়ানো বন্ধ করা নিয়ে কার্যত হুঁশিয়ারি দিলেন RSS প্রধান। তিনি বলেন, “রাম মন্দির ছিল হিন্দুদের আস্থার বিষয়। হিন্দুরা চাইছিলেন মন্দির নির্মাণ হোক। রাম মন্দির নির্মাণটা তাই জরুরি ছিল। কিন্তু শুধু ঘৃণা আর শত্রুতার বশবর্তী হয়ে অন্য কোনও জায়গা নিয়ে এই ধরনের ইস্যু তৈরির চেষ্টা করলে সেটাকে সমর্থন করা যাবে না।”
- Related topics -
- দেশ
- ভারত
- মোহন ভাগবত
- মন্দির
- মসজিদ