করোনা টিকা নিতে হলে ছাড়তে হবে মদ্যপান! টিকা গ্রহণ-পর্বে মদ খেলে কী হবে?

Friday, December 11 2020, 11:30 am
করোনা টিকা নিতে হলে ছাড়তে হবে মদ্যপান! টিকা গ্রহণ-পর্বে মদ খেলে কী হবে?
highlightKey Highlights

মদ না ছুঁলেই করোনা থেকে নিরাপদ থাকবেন আপনি। এমনই জানিয়ে দিয়েছে 'স্পুটনিক-ভি' আমদানি করা রাশিয়ার মেডিক্যাল অফিশিয়াল। যিনি রাশিয়ার উদ্ভাবিত এই 'স্পুটনিক-ভি' করোনাটিকাটি নেবেন তাঁকে অন্ততপক্ষে দু'মাস মদ থেকে দূরে থাকতে হবে। এমনই জানিয়েছেন রাশিয়ার এক স্বাস্থ্যকর্তা। রাশিয়ার কনজিউমার হেল্থের প্রধান আন্না পপোভা একটি রেডিয়ো স্টেশনে জানিয়েছেন, স্পুটনিক-ভি'র প্রথম দু'টি ডোজ নেওয়ার আগে গ্রাহককে অন্তপক্ষে দু'সপ্তাহ মদ থেকে দূরে থাকতে হবে। এবং টিকা নেওয়ার পরে আরও চল্লিশদিন তাঁকে মদ্যপান থেকে বিরত থাকতে হবে। পপোভা জানাচ্ছেন, মদ ওই সময়ে শরীরের ইমিউনিটি পাওয়ারকে কমিয়ে দেবে। ফলে কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়ার জন্য শারীরিক অবস্থা যেমন থাকা কাম্য, তা থাকবে না।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File