Dhanteras 2024 । ধনতেরাসের দিন এই জিনিসগুলি দান করলে রাতারাতি হবে ধনবৃদ্ধি
ধনতেরাসে কেনাকাটার পাশাপাশি দান করাও শুভ বলে মনে করা হয়। জেনে নিন, ধনতেরাসে কোন কোন জিনিস দান করবেন।
ধনতেরাসের দিন হল সম্পদ ও সমৃদ্ধি লাভের দিন। এ দিন সোনা, রূপা, বাসনপত্র এবং ঝাড়ু কেনা শুভ বলে মনে করা হয়। তবে, তার পাশাপাশি ধনতেরাসে দান করাও সমান গুরুত্বপূর্ণ। এদিন ঝাড়ু কেনা এবং মন্দিরে ঝাড়ু দান করা খুবই শুভ, মা লক্ষ্মী খুশি হন তাতে। কুণ্ডলীতে বৃহস্পতি শক্তিশালী করতে গরীবদের গরম কাপড় দান করতে পারেন এদিন। আপনার সামর্থ্য অনুযায়ী চাল, চিনি, আটার মতো সাদা জিনিস দান করতে পারেন। এছাড়াও, এদিন ধন ও সমৃদ্ধির বর পেতে গরিব এবং অভাবী লোকেদের মিষ্টিও খাওয়াতে পারেন।
- Related topics -
- ধনতেরাস
- উৎসব ২০২৪
- সোনা
- পুজো ও উৎসব
- দীপাবলি ২০২৪
- দীপাবলি