আন্তর্জাতিক

হোয়াইট হাউস ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত ডোনাল্ড ট্রাম্পের! জারি করলেন শর্ত।

হোয়াইট হাউস ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত ডোনাল্ড ট্রাম্পের! জারি করলেন শর্ত।
Key Highlights

পরাজয় স্বীকার করতে নারাজ আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস ছাড়ার জন্য জারি করলেন শর্ত। ইলেক্টরাল কলেজ যদি জো বাইডেনকে আনুষ্ঠানিক ভাবে বিজয়ী ঘোষণা করে, তবেই হোয়াইট হাউস ছাড়বেন বলে জানিয়ে দিলেন তিনি। তবে জো বাইডেনকে আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে বেছে নেওয়া ভুল হবে বলেও জানাতে ভোলেননি ট্রাম্প। ইলেক্টরাল ভোটের নিরিখে ট্রাম্পের চেয়ে এগিয়ে বাইডেন। ডোনাল্ড ট্রাম্প যেখানে ২৩২ ইলেক্টরাল ভোট পেয়েছেন, সেখানে ৩০৬ ইলেক্টরাল ভোট রয়েছে বাইডেনের ঝুলিতে, যা জয়ের জন্য প্রয়োজনীয় ২৭০ ইলেক্টরাল ভোটের চেয়ে ঢের বেশি। শুধু তাই নয়, ট্রাম্পের চেয়ে প্রায় ৬০ লক্ষ বেশি পপুলার ভোটও পেয়েছেন তিনি।


Trump Tariff-China | আমেরিকার ওপর ১২৫ শতাংশ শুল্ক চাপালো চিন! 'ভয় পাচ্ছি না' বার্তা জিনপিং-এর !
Hanuman Jayanti | রামনবমীর পর এবার হনুমান জয়ন্তী, শর্তসাপেক্ষে মিছিলের অনুমতি দিলো কলকাতা হাইকোর্ট
Tahawwur Rana | ভারতে আনা হলো ২৬/১১ মুম্বই হামলার অন্যতম প্রধান অভিযুক্ত তাহাউর রানাকে!
Mary Kom | সতীর্থের স্বামীর সঙ্গে প্রেম! দীর্ঘ ২০ বছরের দাম্পত্য জীবনে ইতি টানতে চলেছেন মেরি কম?
HIV | গত ১৫ মাসে HIV পজিটিভ ৪৭৭ জন! তালিকায় রয়েছে ৮জন শিশুও! উদ্বেগ ছড়িয়েছে উত্তরাখণ্ডে!
China-Trump Tariff | চিনের ওপর মোট ১০৪ শতাংশের শুল্ক চাপালো ট্রাম্প সরকার! 'শুল্কযুদ্ধে' ভারতকে পাশে চেয়ে বার্তা বেজিংয়ের!
Trump Tariff-India | চিন-কানাডার মতো পাল্টা ট্যারিফ চাপাচ্ছে না ভারত! বরং ট্রাম্প প্রশাসনের সঙ্গে করতে চাইছে চুক্তি!