US-India Trade | মসনদ দখলের ১০০ দিনের মাথায় ভারতের সাথে বাণিজ্যে ‘গ্রীন সিগন্যাল’ দিলেন ট্রাম্প !

বুধবার ট্রাম্প জানিয়ে দিলেন, ভারতের সঙ্গে বাণিজ্য সংক্রান্ত বোঝাপড়া ইতিবাচক দিকেই এগোচ্ছে।
মসনদে বসেই সারা বিশ্বের ক্ষমতাশালী দেশের সঙ্গে শুল্কযুদ্ধে নেমেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছাড় পায়নি ভারতও। ভারতের উপর ২৬ শতাংশ শুল্ক চাপায় হোয়াইট হাউস। পরে অবশ্য ৯০ দিনের জন্যে শুল্ক স্থগিত করা হয়। এহেন পরিস্থিতিতে ভারতের সাথে বাণিজ্য নিয়ে আশাব্যঞ্জক মন্তব্য করলেন প্রেসিডেন্ট ট্রাম্প। চলতি এপ্রিলে ভারত সফরে এসে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন। তারপর জানা যায় শীঘ্রই দিল্লির সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষর করতে চলেছে ওয়াশিংটন।