আন্তর্জাতিক

Trump-Mamdani | কটাক্ষ বদলে গেলো প্রশংসায়, জোহরান মামদানিকে ‘খুবই কার্যক্ষম’ তকমা ট্রাম্পের

Trump-Mamdani | কটাক্ষ বদলে গেলো প্রশংসায়, জোহরান মামদানিকে ‘খুবই কার্যক্ষম’ তকমা ট্রাম্পের
Key Highlights

মামদানির সঙ্গে সাক্ষাতের পর তাঁর প্রশংসা করলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার হোয়াইট হাউসে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জ়োহরান মামদানি।সাক্ষাতের পরেই ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন ট্রাম্প। ‘কমিউনিস্ট’ মামদানি জিতলে শহরের সর্বনাশ হবে এই কটাক্ষ পরিণত হলো প্রশংসায়। এদিন বৈঠক শেষে মেয়র হিসেবে মামদানিকে অভিনন্দন জানিয়ে ট্রাম্প জানান, ‘একটি শক্তিশালী এবং অত্যন্ত নিরাপদ নিউ ইয়র্ক গড়তে এবং তাঁর স্বপ্ন বাস্তবায়নে আমরা সাহায্য করব।’ মামদানিকে সব রকম প্রশাসনিক সাহায্য করার আশ্বাসও দিয়েছেন প্রেসিডেন্ট।