Donald Trump | অবশেষে ট্রাম্পের হাতে উঠলো নোবেল! শান্তি পুরস্কারের পদক ট্রাম্পকে ‘উপহার’ দিলেন ভেনেজ়ুয়েলার মাচাদো
Friday, January 16 2026, 3:34 am

Key Highlightsবৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন মাচাদো। তাঁর সঙ্গে বৈঠককে ‘দুর্দান্ত’ বলে উল্লেখ করেন মাচাদো।
শান্তিতে নোবেল পুরস্কার পেয়েই আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে পুরস্কার ভাগ করে নিতে চেয়েছিলেন ভেনেজ়ুয়েলার নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। তা সম্ভব নয় বলে জানিয়েছিল নোবেল কমিটি। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ট্রাম্পের সঙ্গে দেখা করে পদকটি তাঁর হাতে ‘উপহার’ হিসেবে তুলে দিলেন মাচাদো। হোয়াইট হাউসে ভেনেজুয়েলার ভবিষ্যৎ নিয়ে দুই রাজনৈতিক ব্যক্তিত্বের মিটিংও হলো। মাচাদো জানিয়েছেন, ভেনেজ়ুয়েলার মানুষকে স্বাধীনতা এনে দেওয়ার কৃতজ্ঞতা এবং স্বীকৃতিস্বরূপ তিনি এই পদকটি প্রদান করেছেন।
- Related topics -
- আমেরিকা
- donald trump
- ডোনাল্ড ট্রাম্প
- ট্রাম্প
- ভেনেজুয়েলা
- নোবেল পুরস্কার
- নোবেল শান্তি পুরস্কার


