US-China | চিনকে ইরান থেকে তেল কিনতে উৎসাহ, ইরান-ইজরায়েলের যুদ্ধবিরতির পরই উল্টো সুর ট্রাম্পের!

Thursday, June 26 2025, 7:34 am
US-China | চিনকে ইরান থেকে তেল কিনতে উৎসাহ, ইরান-ইজরায়েলের যুদ্ধবিরতির পরই উল্টো সুর ট্রাম্পের!
highlightKey Highlights

চিনকে ইরান থেকে আবার তেল কিনতে উৎসাহ দিলেন ট্রাম্প, যা ‘ম্যাক্সিমাম প্রেসার’ নীতির সম্পূর্ণ উল্টো প্রস্তাব।


ইরান ইজরায়েলের যুদ্ধবিরতি ঘোষণার পরই উল্টো সুর ট্রাম্পের। চিনকে ইরান থেকে আবার তেল কিনতে উৎসাহ দিলেন ট্রাম্প, যা ‘ম্যাক্সিমাম প্রেসার’ নীতির সম্পূর্ণ উল্টো প্রস্তাব। ট্রাম্প জানান, চিন ইরানের কাছ তেল কিনলে, আর আপত্তি নেই তাঁদের। উল্লেখ্য, বহু বছর ধরে ইরানের উপর নিষেধাজ্ঞা চাপিয়ে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র। তেল এবং পেট্রোপণ্য রফতানি করে ইরানের যে আয়, তা আটকাতে নিষেধাজ্ঞা বহাল রাখেন ট্রাম্পের পূর্বসূরিরাও। এই আবহে ট্রাম্পের এই ঘোষণার জেরে কূটনৈতিক মহলে তুমুল আলোচনা শুরু হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File