Kamala-Trump | আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের আগে মুখোমুখি ডোনাল্ড ট্রাম্প এবং কমলা হ্যারিস, চললো দুই প্রার্থীর 'বাগযুদ্ধ'
Wednesday, September 11 2024, 1:19 pm
Key Highlightsমার্কিন ডিবেটে ট্রাম্পকে কমলা হ্যারিসের তীব্র সমালোচনা, রুশ-ইউক্রেন যুদ্ধে প্রতিশ্রুতি, জো বাইডেনের ব্যর্থতা নিয়ে উত্তপ্ত বিতর্ক।
সামনেই আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে মুখোমুখি ডোনাল্ড ট্রাম্প এবং কমলা হ্যারিস। আন্তর্জাতিক বিশ্লেষক মহলের একাংশ বলছেন, মার্কিন এই প্রেসিডেন্সিয়াল ডিবেটে ট্রাম্পকে প্যাঁচে ফেলে দিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত হ্যারিস। অনুষ্ঠিত এই বিতর্ক সভায় রিপাব্লিকান প্রার্থী ট্রাম্পের দাবি, তিনি ক্ষমতায় এলে রুশ-ইউক্রেন যুদ্ধ থামিয়ে দেবেন। জবাবে কটাক্ষের সুরে কমলা বলেন, 'পুতিন আপনাকে লাঞ্চে গিলে খেয়ে ফেলবেন।' হ্যারিসের অভিযোগ, ট্রাম্প স্বৈরাচারীদের সাথে লেনদেন করতে চান।

