Donald Trump | এপস্টেইন ফাইলে ট্রাম্পের নাম! উঠেছে ধর্ষণের অভিযোগ! অভিযোগ নস্যাৎ মার্কিন ন্যায় বিভাগের
Wednesday, December 24 2025, 6:34 am
Key Highlightsঅভিযোগ, বহু বছর আগে মার্কিন প্রেসিডেন্ট এক মহিলাকে ধর্ষণ করেছিলেন।
কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের নয়া নথি সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। নতুন প্রকাশিত নথিগুলির মধ্যে ফেডারেল তদন্তকারীদের কাছে জমা দেওয়া কিছু প্রাথমিক তথ্য রয়েছে। ওই নথির মধ্যে একজন ভুক্তভোগী ট্রাম্প ও এপস্টেইনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন। এছাড়াও একজন লিমুজিন চালকের বিবৃতিও আছে, যিনি ট্রাম্প এবং এপস্টেইনকে একটি মেয়েকে ‘যৌন নির্যাতন’ করার বিষয়ে আলোচনা করতে শুনেছেন। যদিও মার্কিন ন্যায়বিভাগের তরফে জানানো হয়েছে, ”পরিষ্কার জানিয়ে দেওয়া যাক, এই দাবিগুলি অসত্য ও ভিত্তিহীন।”
- Related topics -
- আমেরিকা
- আমেরিকা প্রেসিডেন্ট
- মার্কিন প্রেসিডেন্ট
- এপস্টেইন ফাইল
- ডোনাল্ড ট্রাম্প
- ট্রাম্প
- ধর্ষণ

