Zafiqul Islam | গুরুতর অসুস্থ অবস্থায় প্রয়াত হলেন ডোমকলের বিধায়ক জাফিকুল ইসলাম
Thursday, September 4 2025, 3:37 pm
Key Highlightsকলকাতার বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলাম।
গত জুলাইয়ে ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলাম গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন। রক্তবমি হয়েছিল তাঁর। রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে গিয়েছিল। জ্ঞানও হারাচ্ছিলেন তিনি। পুলিশ গ্রিন করিডর করে এনে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করার ব্যবস্থা করে। প্রায় মাসখানেক হাসপাতালে ভর্তি থাকার পর বেসরকারি হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বিধায়ক জাফিকুল ইসলাম। উল্লেখ্য, ২০২৩এ নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছিল তাঁর। বিধায়কের বাড়িতে তল্লাশিও চালিয়েছিল সিবিআই।
- Related topics -
- রাজ্য
- মুর্শিদাবাদ
- মৃত্যু
- প্রয়াত তৃণমূল বিধায়ক
- তৃণমূল নেতা

