Pan Card | ব্যাঙ্ক ও পোস্ট অফিস অ্যাকাউন্টে টাকা জমা করতে থাকতেই হবে প্যান কার্ড? জানুন নিয়ম!
Saturday, June 8 2024, 10:40 am
Key Highlightsকোনও গ্রাহক যদি ৫০ হাজার টাকা বা তার বেশি নগদ একদিন একসঙ্গে ব্যাঙ্কে জমা করতে চান, তা হলে প্যান নম্বর দিতে হবে তাঁকে।
ব্যাঙ্কে টাকা জমা দিতে বাধ্যতামূলকভাবে থাকতে হবে প্যান কার্ড? নিয়ম অনুযায়ী, কোনও গ্রাহক যদি ৫০ হাজার টাকা বা তার বেশি নগদ একদিন একসঙ্গে ব্যাঙ্কে জমা করতে চান, তা হলে প্যান নম্বর দিতে হবে তাঁকে। একই ভাবে একটি আর্থিক বছরে কোন ব্যক্তির নগদ আমানতের পরিমাণ ২০ লাখ টাকা বা তাঁর বেশি হলে, বাধ্যতামূলকভাবে প্যান নম্বর দিতে হবে তাঁকে। এই নিয়ম গ্রাহকের সমস্ত ব্যাঙ্ক ও পোস্ট অফিস অ্যাকাউন্টের সম্মিলিত আমানতের ক্ষেত্রে প্রযোজ্য।
- Related topics -
- অর্থনৈতিক
- অর্থনীতি
- প্যান কার্ড
- পোস্ট অফিস

