নেটিদুনিয়ার চক্ষু চড়ক গাছ! ২৪ বছরের যুবকের গলা থেকে চিকিৎসকেরা বের করছেন ৭ ইঞ্চি লম্বা মাছ
Tuesday, February 2 2021, 11:29 am
Key Highlightsখাবার সাথে গলায় মাছের কাঁটা ফুটে যাওয়ার ঘটনা প্রায় সোনা যায়। কিন্তু কখনও শুনেছেন গলায় আস্ত মাছ ঢুকে যাবার ঘটনা? কি অবাক হচ্ছেন তো! এমনি ঘটেছে কলম্বিয়ার এক ২৪ বছর বয়সী যুবকের সাথে। তিনি প্রথমে জল থেকে তোলা প্রথম মাছটিকে নিজের মুখে চেপে ধরেন এবং দ্বিতীয় মাছটিকে জল থেকে ডাঙায় তুলতে উদ্যত হন। এই করতে গিয়েই গলায় ৭ ইঞ্চি লম্বা একটি মাছ আটকে যায়। চিকিৎসকরা স্ক্যান করে অস্ত্রোপচার করে মাছটিকে বের করেছেন। গলা থেকে মাছ বার করার ভিডিও সম্প্রতি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মাধ্যমে।
- Related topics -
- আন্তর্জাতিক
- কলম্বিয়া
- চিকিৎসক

