Ahmedabad Plane Crash | লন্ডনে গিয়ে আর সংসার পাতা হলো না, রয়ে গেলো কেবল স্বামী ও ৩ সন্তানের সঙ্গে সেলফি!
Friday, June 13 2025, 1:21 pm
Key Highlightsআহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় মৃত্যু হল পরিবারের পাঁচ সদস্যের।
পেশায় দুজনেই ডাক্তার, রয়েছে তিন সন্তান। কিন্তু কাজের জন্য একসঙ্গে থাকা হয়ে উঠছিলো না ১০ বছরের বিবাহিত দম্পতির। অবশেষে চিকিৎসক কোমি সন্তানদের নিয়ে স্বামীর সঙ্গে লন্ডনে থাকার সিদ্ধান্ত নিয়েই নেন। কিন্তু লন্ডনে গিয়ে আর সংসার পাতা হলো না তাঁর। রয়ে গেলো বিমানে বসে ৩ সন্তান ও স্বামীর সঙ্গে সেলফি। আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় মৃত্যু হল পরিবারের পাঁচ সদস্যের। ড. প্রতীক যোশীও দু দিন আগেই স্ত্রী ও সন্তানদের নিতে ভারতে এসেছিলেন। কিন্তু আর ফেরা হলো না।

