Shimla | শয্যাশায়ী রোগীর বুকে পেটে ঘুষি, ভাইরাল হাসপাতালে চিকিৎসকের কান্ড!

হাসপাতালে শয্যাশায়ী রোগীকে বেধড়ক মারধর করার অভিযোগে উঠলো চিকিৎসকের বিরুদ্ধে।
হাসপাতালে শয্যাশায়ী রোগীকে বেধড়ক মারধর করার অভিযোগে উঠলো চিকিৎসকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সিমলার ইন্দিরা গান্ধী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। শনিবার সিমলা জেলার কুলপি সাবডিভিশনের এক বাসিন্দা শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে যান। রোগীর অভিযোগ, চিকিৎসক প্রথমেই খুব অপমানজনক ভাবে কথা বলেন। রোগী এই আচরণের প্রতিবাদ করলে পাল্টা গালিগালাজ শুরু করেন চিকিৎসক। এমনকি অসুস্থ রোগী হাত পা ছুড়তে শুরু করলে তাঁকে পাল্টা মারধর করেন ওই চিকিৎসক। ইতিমধ্যে হিমাচলের স্বাস্থ্যমন্ত্রী ওই চিকিৎসকের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ দিয়েছেন।
