ক্রাইম

আন্দুল রোড থেকে ফিল্মি কায়দায় অপহৃত চিকিৎসক, গানপয়েন্টে রেখে মুক্তিপণ চাওয়া হল ৩০ লক্ষ টাকা

আন্দুল রোড থেকে ফিল্মি কায়দায় অপহৃত চিকিৎসক, গানপয়েন্টে রেখে  মুক্তিপণ চাওয়া হল ৩০ লক্ষ টাকা
Key Highlights

হাওড়ায় এক চিকিৎসককে বৃহস্পতিবার রাতে ফিল্মি কায়দায় অপহরণ করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অপহৃত ওই চিকিৎসকের নাম গৌতম দাস। আন্দুল রোডে তাঁর একটি বেসরকারি নার্সিংহোম আছে। সেখান থেকেই বাড়ি ফেরার পথে তাঁকে কয়েক জন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে গাড়ি সমেত অপহরণ করেন। তাকে ছ'নম্বর জাতীয় সড়কের আলমপুরের কাছে একটি জায়গায় আটকে রাখা হয়। তাঁর পরিবারের কাছে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এরপরই চিকিৎসকের পরিবার পুরো ঘটনাটি পুলিশ কে জানায়। মোবাইলের টাওয়ার লোকেশন ধরে সাঁকরাইল থানার পুলিশ ও গোয়েন্দারা ওই চিকিৎসককে উদ্ধার করে। গ্রেফতার করা হয়েছে সুদীপ্ত সিনহা ও মহ হোসেন নামে দুজন দুষ্কৃতীকে। বাকি দুষ্কৃতীরা আপাতত পলাতক।