Divya Deshmukh | প্রথম ভারতীয় মহিলা হিসেবে ইতিহাস গড়লেন দিব্যা দেশমুখ! পৌঁছলেন দাবা বিশ্বকাপে!
Thursday, July 24 2025, 6:13 am

প্রথম ভারতীয় মহিলা দাবাড়ু হিসেবে মহিলাদের দাবা বিশ্বকাপের ফাইনালে পৌঁছে ইতিহাস গড়লেন দিব্যা দেশমুখ।
ইতিহাস গড়লেন ভারত কন্যা দিব্যা দেশমুখ। প্রথম ভারতীয় মহিলা দাবাড়ু হিসেবে মহিলাদের দাবা বিশ্বকাপের ফাইনালে পৌঁছে ইতিহাস গড়লেন তিনি। সেমি ফাইনালে প্রাক্তন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন তান ঝনগিয়িকে ১.৫-০.৫ ফলে হারিয়ে বিশ্বকাপে জায়গা করে নেন দিব্যা। প্রথম লেগের খেলায় কালো ঘুঁটি নিয়ে খেলছিলেন দিব্যা। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে ড্র হয় প্রথম লেগের ম্যাচ। দ্বিতীয় লেগে সাদা ঘুঁটি নিয়ে খেলে বাজিমাত করেন দিব্যা। ফাইনালে ভারতের এক নম্বর মহিলা দাবাড়ু কোনেরু হাম্পির মুখোমুখি হতে পারেন দিব্যা।