Disha Patani | অভিনেত্রী দিশা পাটনির বাড়িতে হামলা, পুলিশ এনকাউন্টারে নিহত গোল্ডি ব্রার-রোহিত গোদারা গ্যাংয়ের দুই সদস্য

Wednesday, September 17 2025, 3:48 pm
Disha Patani | অভিনেত্রী দিশা পাটনির বাড়িতে হামলা, পুলিশ এনকাউন্টারে নিহত গোল্ডি ব্রার-রোহিত গোদারা গ্যাংয়ের দুই সদস্য
highlightKey Highlights

বুধবার সন্ধ্যায় দিল্লির লাগোয়া গাজিয়াবাদে পুলিশের এনকাউন্টারে নিহত হলো বলিউড অভিনেত্রী দিশা পাটানির বরেলির বাড়িতে গুলি চালানো দুই দুর্বৃত্ত।


গত শুক্রবার, উত্তরপ্রদেশের বরেলিতে অভিনেত্রী দিশা পাটানির বাড়ির সামনে এলোপাথাড়ি গুলি চালায় কিছু অজ্ঞাতপরিচয় আততায়ী। এই হামলার দায় স্বীকার করে গ্যাংস্টার গোল্ডি ব্রার ও রোহিত গোদারা। বুধবার সন্ধ্যায় দিল্লি পুলিশ এবং উত্তরপ্রদেশ স্পেশাল টাস্ক ফোর্সের (STF) একটি অভিযানে দুই দুর্বৃত্ত নিহত হয়েছে। পুলিশ সূত্রের খবর, দুর্বৃত্তরা পুলিশের উপরে গুলি চালায়। পুলিশের পাল্টা গুলিতে তাঁরা দু’জনেই জখম হয়। চিকিৎসা চলাকালীন তাঁদের মৃত্যু হয়েছে। রবীন্দ ওরফে কাল্লু এবং অরুণ গোল্ডি ব্রার-রোহিত গোদারা গ্যাংয়ের সদস্য ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File