ফিজিয়োথেরাপিস্টের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন বলিউডের মাইকেল জ্যাকশন প্রভুদেবা!
Friday, November 20 2020, 9:28 am
Key Highlightsগত কয়েক মাসে সাতপাকে বাঁধা পড়েছেন বহু তারকা। সেই তালিকায় এ বার নয়া সংযোজন প্রভুদেবা। মাস দুয়েক আগে এক ফিজিয়োথেরাপিস্টকে বিয়ে করেন তিনি। তবে গোটা ব্যাপারটা এতটাই গোপনে সেরে ফেলেন যে, সংবাদমাধ্যম তো দূর, ইন্ডাস্ট্রির অনেকে টের পাননি। জানা যাচ্ছেে, দীর্ঘদিন ধরে পিঠের ব্যথায় ভুগছিলেন প্রভুদেবা। চিকিৎসকদের পরামর্শে বেশ কয়েক মাস আগে এক ফিজিয়োথেরাপিস্টের কাছে যেতে শুরু করেন তিনি। অল্পদিনের মধ্যেই তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। মুম্বইয়ে প্রভুদেবার বাড়ি ‘গ্রিন একর্স’-এই সেপ্টেম্বরে বিয়ে সেরে ফেলেন তাঁরা। পরিবারের লোকজন ও কয়েক জন বন্ধুবান্ধবের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হয়। নবদম্পতি এই মুহূর্তে চেন্নাইয়ে রয়েছেন বলে জানা গিয়েছে।
- Related topics -
- সেলিব্রিটি
- বলিউড
- প্রভুদেবা
- বিবাহ
- ফিজিয়োথেরাপিস্ট

