তিরন্দাজি বিশ্বকাপে সেমিফাইনালে একইসঙ্গে রিকার্ভ মিক্সড বিভাগে ব্রোঞ্জ প্লে-অফে উঠেছেন দীপিকা- অতনু
Saturday, April 24 2021, 4:47 am
Key Highlightsগুয়াতেমালা সিটিতে চলা তিরন্দাজি বিশ্বকাপে দেশের তারকা তিরন্দাজ দম্পতি দীপিকা কুমারি এবং অতনু দাস রিকার্ভ বিভাগে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও সেমিফাইনালে উঠেছেন। পাশাপাশি ভারতীয় দলও ভাল ফল করার লক্ষ্যে এগিয়ে চলেছে। প্রায় দু’বছর পরে বিশ্বকাপে নামার পরে দীপিকা এবং অতনু একই সঙ্গে রিকার্ভ মিক্সড বিভাগে জুটি বেঁধে ব্রোঞ্জ প্লে-অফে উঠেছেন। যার সুবাদে পাঁচটি পদক পাওয়ার সম্ভাবনা রয়েছে ভারতের। তীব্র হাওয়ার বাধা সামলে গুয়াতেমালা সিটির স্পোর্টস কমপ্লেক্স লস আর্কোসে তিন নম্বর বাছাই হিসেবে যোগ্যতা অর্জন করা দীপিকা দুরন্ত পারফর্ম করেন জার্মানির মিশেল ক্রোপেনের বিরুদ্ধে। প্রাক্তন বিশ্বসেরা ভারতীয় তারকা ২৯, ৩০ এবং ৩০ পয়েন্ট তুলে নেন।
- Related topics -
- খেলাধুলা
- তিরন্দাজ
- তিরন্দাজি বিশ্বকাপ
- দীপিকা কুমার
- অতনু দাস

