Diogo Jota | 'অমর' থাকবে ২০ নম্বর জার্সি, অকালে প্রয়াত দিয়োগো জোটাকে বিশেষ সম্মান লিভারপুলের!
Friday, July 4 2025, 8:30 am

এক বিবৃতিতে লিভারপুল জানিয়েছে, জোটার ২০ নম্বর জার্সি চিরতরে অমর হয়ে থাকবে।
বিয়ের কয়েকদিনের মধ্যেই মর্মান্তিক পথ দুর্ঘটনায় অকালে প্রয়াত হয়েছেন পর্তুগিজ ফরোয়ার্ড দিয়োগো জোটা। লিভারপুলের ২৮ বছর বয়সী ফুটবলারের মৃত্যুতে শোকাহত গোটা ফুটবল দুনিয়া। এবার জোটাকে বিশেষ সম্মান দিতে বড় সিদ্ধান্ত নিলো লিভারপুল। এক বিবৃতিতে লিভারপুল জানিয়েছে, জোটার ২০ নম্বর জার্সি চিরতরে অমর হয়ে থাকবে। উল্লেখ্য, এই প্রথমবার ক্লাবের ইতিহাসে কোনও ফুটবলারের স্মরণে জার্সি নম্বরের অবসর ঘোষণা করল লিভারপুল। কিন্তু আনুষ্ঠানিকভাবে এই প্রক্রিয়া কবে থেকে কার্যকর হতে চলেছে, তা জানা যায়নি।