Dinhata | কলের জলে মৃতদেহ ধুয়ে খাওয়ার পরিকল্পনা, কীভাবে ধরা পড়ল দিনহাটার নরখাদক?

Tuesday, January 13 2026, 3:12 pm
Dinhata | কলের জলে মৃতদেহ ধুয়ে খাওয়ার পরিকল্পনা, কীভাবে ধরা পড়ল দিনহাটার নরখাদক?
highlightKey Highlights

শ্মশানে থাকা এক ভবঘুরে ব্যক্তিকে খুন করে তাঁর দেহ অভিযুক্ত ফিরদৌস নিয়ে আসেন পাশের বাড়ির এক তুতো দাদার উঠোনে।


দিনহাটার ঘটনায় প্রকাশ্যে আরও চাঞ্চল্যকর তথ্য। সূত্রে খবর, শ্মশানে থাকা এক ভবঘুরে ব্যক্তিকে খুন করে তাঁর দেহ অভিযুক্ত ফিরদৌস নিয়ে আসেন পাশের বাড়ির এক তুতো দাদার উঠোনে। সেখানেই কলের জলে মৃতদেহ ধোয়ার চেষ্টা করেন। সেই সময়ে তাঁর এক বৌদি দেখে ফেলেন। তবে সেখান থেকে শীর্ণ মৃত দেহটি নিয়ে পালাতে সক্ষম হয় অভিযুক্ত। পরে নিজের বাড়িতে গিয়ে ঝামেলা শুরু করলে, বাড়ির লোকেরা তাঁকে রিহ্যাবে পাঠায়। রবিবার সকালে ফিরদৌসের নিজের ভাই পুলিশের কাছে সমস্ত ঘটনা জানানোর পরেই পুলিশ ফিরদৌসকে গ্রেফতার করে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File