‘ভাল নেই দিলীপ কুমার’, কিংবদন্তি অভিনেতার ৯৮তম জন্মদিনের আগে এখবর জানালেন স্ত্রী সায়রা বানু।
Monday, December 7 2020, 10:53 am
Key Highlightsভাল নেই কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার। সায়না বানু জানিয়েছেন, বর্ষীয়ান অভিনেতার রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম। ফলে শারীরিক পরিস্থিতি বেশ খারাপ। উল্লেখ্য, গত কয়েকবছর ধরেই বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন তিনি। সকলকে কিংবদন্তি অভিনেতার সুস্থতার জন্য প্রার্থনা করার আবেদন জানান সায়রা বানু। সিনেমা জগতে দিলীপ কুমারের প্রবেশ দেবিকা রানির বম্বে টকিজ প্রযোজনা সংস্থার কর্মী হিসেবে। অভিনেতার বলিউডে প্রবেশ ১৯৪৪ সালে ‘জোয়ার ভাটা’ সিনেমার মাধ্যমে। তবে নায়ক হিসেবে তাঁকে পরিচিতি দেয় ১৯৪৭ সালে মুক্তি পাওয়া ‘জুগনু’। তারপর থেকেই বলিউডে শুরু হয় তাঁর ‘নয়া দওর’। ‘মুঘল-এ-আজম’, ‘মধুমতী’ থেকে ‘ক্রান্তি’, ‘মশাল’, ‘কর্মা’, ‘সওদাগর’, ‘কিলা’ প্রায় পাঁচ দশক ধরে বলিউডে রাজত্ব করেছেন কিংবদন্তি অভিনেতা।
- Related topics -
- সেলিব্রিটি
- অভিনেতা
- দিলীপ কুমার
- সায়না বানু

