Dilip Ghosh | শুক্রের সকালে দিল্লিমুখী দিলীপ ঘোষ, দুর্গাপুরে মোদির সভায় যাচ্ছেন না প্রাক্তন রাজ্য সভাপতি!

দুর্গাপুরে মোদির সভায় থাকছেন না বিজেপি নেতা দিলীপ ঘোষ। শুক্রবার সকালে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন তিনি।
গুঞ্জন শোনা যাচ্ছিল আজ দুর্গাপুরে প্রধানমন্ত্রীর সভায় যাচ্ছেন না বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ঘনিষ্ট মহলে তিনি জানিয়েছিলেন, মেদিনীপুর জোনে সভা হলে তবেই যাবেন। সেই গুঞ্জন সত্যি হলো। জনসভার দিনই শুক্রবার সকাল সাড়ে সাতটা নাগাদ দিল্লির উদ্দেশ্যে রওনা হলেন দিলীপ ঘোষ। দিলীপের কথায়, “আমাকে কর্মীরা ডেকেছিলেন। তাই হ্যাঁ বলেছিলাম। পার্টি ডাকেনি। হয়তো পার্টি চায় না আমি যাই। আমি গেলে হয়তো অস্বস্তি হবে। তাই আমি দুর্গাপুর যাচ্ছি না। দিল্লিতে বিশেষ কাজে যাচ্ছি। পার্টিরই কাজ।”