Dilip Ghosh | শুক্রবার বিয়ের 'পিঁড়ি'তে বসছেন দিলীপ ঘোষ! ষাটোর্ধ্ব ‘যুবকে’র পাত্রী কে জানেন?

Thursday, April 17 2025, 1:28 pm
Dilip Ghosh | শুক্রবার বিয়ের 'পিঁড়ি'তে বসছেন দিলীপ ঘোষ! ষাটোর্ধ্ব ‘যুবকে’র পাত্রী কে জানেন?
highlightKey Highlights

সংসার পাততে চলেছেন দিলীপ ঘোষ! শুক্রবার সন্ধ্যাতেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দাপুটে বিজেপি নেতা।


সংসার পাততে চলেছেন দিলীপ ঘোষ! শুক্রবার সন্ধ্যাতেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দাপুটে বিজেপি নেতা। সূত্রের খবর, শুক্রবার সন্ধেয় নিউটাউনে নিজের বাসভবনে চারহাত এক হওয়ার কথা। সেখানেই আইনি বিয়ে সারতে চলেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। শোনা যাচ্ছে, তাঁর দলেরই কর্মী রিঙ্কু মজুমদারের প্রেমে ভেসেছেন ষাটোর্ধ্ব ‘যুবক’ দিলীপ। পাত্রী রিঙ্কু উত্তর কলকাতা শহরতলি বিজেপির মহিলা মোর্চার পর্যবেক্ষক। জানা গিয়েছে, মায়ের ইচ্ছেতে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন দিলীপ ঘোষ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File