Digital Strike | ‘ডিজিটাল স্ট্রাইক’- ২৪২টি অবৈধ বেটিং এবং গ্যাম্বলিং ওয়েবসাইটের লিঙ্ক ব্লক করলো কেন্দ্র
Saturday, January 17 2026, 3:51 am

Key Highlightsপরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত ৭,৮০০-টিরও বেশি এই ধরনের অবৈধ ওয়েবসাইট ও অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সম্মতির পর গত বছরের অগস্টে সংসদে পাশ হয়েছিল ‘দ্য প্রোমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং বিল, ২০২৫’। সরকারি সূত্রে খবর, ভারতকে জুয়ার নেশার গ্রাস থেকে বাঁচাতে ফের ‘ডিজিটাল স্ট্রাইক’ কেন্দ্রের। কেন্দ্র জানিয়েছে, শুক্রবার সরকারের তরফে ২৪২টি অবৈধ বেটিং এবং গ্যাম্বলিং ওয়েবসাইটের লিঙ্ক ব্লক করে দেওয়া হয়েছে। পরিসংখ্যান বলছে, এখনও অবধি ৭,৮০০ টিরও বেশি এই ধরনের অবৈধ ওয়েবসাইট ও অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে। ই স্পোর্টস, শিক্ষামূলক ও গঠনমূলক গেমগুলিকে এর আওতার বাইরে রাখা হয়েছে।
- Related topics -
- দেশ
- ডিজিটাল আইন
- ডিজিটাল ইন্ডিয়া
- website
- দ্রৌপদী মুর্মু
- ভারত


