দক্ষিণ মেরু জয় করে আশা অপর্ণা কুমার-এর কাঁধে উত্তরাখণ্ডে উদ্ধারকাজের গুরুদায়িত্ব

Friday, February 12 2021, 7:55 am
দক্ষিণ মেরু জয় করে আশা অপর্ণা কুমার-এর কাঁধে উত্তরাখণ্ডে উদ্ধারকাজের গুরুদায়িত্ব
highlightKey Highlights

২০১৯ সালে তিনি দক্ষিণ মেরু অভিযানে অংশ নিয়ে ১১১ মাইল বরফের মধ্যে দিয়ে পিঠে ৩০-৩৫ কেজির বোঝা নিয়ে হেঁটে দক্ষিণ মেরু ছুঁয়ে এসেছিলেন অপর্ণা। ITBP-র প্রথম মহিলা DIG অপর্মা কুমার উত্তরাখণ্ডের উদ্ধারকাজে নেতৃত্ব দিচ্ছেন। এই কাজে তাঁকে একের পর এক চ্যালেঞ্জ সামলাতে হলেও তপোবন সুড়ঙ্গের হাল ছাড়েননি তিনি। সাহসিকতার জন্য রাষ্ট্রপতির হাত থেকে তেনজিং নোরগে পুরস্কার পেয়েছিলেন এই মহিলা অফিসার।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File