দিয়েগো মারাদোনার বহুমূল্য গাড়ি এবার উঠতে চলেছে নিলামে
Friday, February 12 2021, 3:23 pm
Key Highlightsফুটবলের পাশাপাশি দিয়েগো মারাদোনার জীবনযাত্রা ছিল অন্যতম চর্চার বিষয়। তার মধ্যে অন্যতম ছিল তাঁর গাড়ির নেশা। সে রকমই এক বহুমূল্য গাড়ি এ বার নিলাম হতে চলেছে। প্যারিসের একটি নিলামে আগামী মাসের কোনও এক দিন সেটি কেনার সুযোগ থাকছে আমজনতার কাছে। তবে মারাদোনার গাড়ি হওয়ায় আকাশছোঁয়া দাম হবে বলেই ধারণা বিশেষজ্ঞদের। মারাদোনা এই গাড়ি পেয়েছিলেন ১৯৯২ সালে, স্প্যানিশ ক্লাব সেভিয়ার তরফে। সেভিয়ায় আসার পর তাঁকে নায়কের মতো বরণ করে নেওয়া হয়েছিল। বিশেষত নাপোলিকে দুটি সিরি আ জেতানো এবং দেশকে একটি বিশ্বকাপ জেতানো এবং অপরটির ফাইনালে তোলার পর মারাদোনার জনপ্রিয়তা তখন তুঙ্গে। ১৯৯২-এর ৬ নভেম্বর মারাদোনা এই গাড়িটি হাতে পান।