R G Kar | ডাক্তারের খোঁজে অজান্তেই সেমিনার হলে ঢুকে পড়ে সঞ্জয়? সিবিআইয়ের কাছে দাবি আরজি কর কান্ডে ধৃতর
Sunday, September 1 2024, 1:00 pm
Key Highlightsআরজি কর মেডিক্যাল কলেজের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় সঞ্জয় রায়ের দাবি নিয়ে সিবিআইয়ের সন্দেহ।
কাকতলীয়ভাবে সেমিনার হলে প্রবেশ করে আরজি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুন কান্ডে ধৃত সঞ্জয় রায়? সিবিয়াইয়ের কাছে সঞ্জয়ের দাবি, সেদিন রাতে পরিচিত এক রোগীর অক্সিজেনের দরকার ছিল। সেজন্য ডাক্তারের খোঁজে সেমিনার রুমে ঢুকেছিল সে। আর সেখানে ঢুকে একজনকে পড়ে থাকতে দেখেছিল সঞ্জয়। তাঁকে ধাক্কা মারার পরেও সাড়া না পাওয়ায় আতঙ্কিত হয়ে ভয়ে পালিয়ে গিয়েছিল বলে দাবি সঞ্জয়ের। আর তখনই পরে যায় সঞ্জয়ের ব্লুটুথ ডিভাইস। যদিও সঞ্জয়ের এই দাবি নিয়ে যথেষ্ট সন্দেহ আছে সিবিআইয়ের।
-  Related topics - 
 - আর জি কর কান্ড
 - শহর কলকাতা
 - ক্রাইম
 

 